আন্তর্জাতিক ডেস্ক :
অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ নিহত হয়েছেন।
বুধবার (১১মে) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনের রামাল্লা থেকে আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শিরিনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। তিনি জেনিনে ইসরায়েলি অভিযানের তথ্য সংগ্রহ করছিলেন। তার মাথায় গুলি করা হয়।
কান্নাজড়িত কণ্ঠে ইব্রাহিম বলেন, ‘শিরিনকে সবাই খুব সম্মান করতেন। তিনি ২০০০ সাল থেকে আল জাজিরায় কাজ করছেন। এই হত্যাকাণ্ড তার সহকর্মীদের জন্য ভীষণ কষ্টের।’
আল জাজিরা বুধবার জানিয়েছে, পশ্চিম তীরের জেনিন শহরে সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে তাদের সাংবাদিক শিরিন আবু আকলেহ নিহত হয়েছেন৷ ৫১ বছর বয়সি আকলেহ আল জাজিরার আরবি বিভাগের গুরুত্বপূর্ণ সাংবাদিক ছিলেন৷
আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা এক বিবৃতিতে আল জাজিরার নিদা ইব্রাহিম বলেছেন, ‘‘এখন পর্যন্ত আমরা যা জানি তা হচ্ছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তার মৃত্যুর খবর ঘোষণা করেছে৷ আপনারা বুঝতে পারছেন তার সঙ্গে যে সাংবাদিকেরা কাজ করতেন তাদের জন্য খবরটি কতটা শোকের৷”জেনিন শহরে সামরিক অভিযান চলার সময় গুলির ঘটনা ঘটে৷
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইয়া লাপিদ বলেছেন, আবু আকলেহর ‘দুঃখজনক মৃত্যুর বিষয়ে যৌথ প্যাথলজিক্যাল তদন্ত করতে ইসরায়েল ফিলিস্তিনিদের প্রস্তাব’ দিয়েছে৷