নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
বুধবার (১১ মে) নগরীর জাকির হোসেন রোড, পাহাড়তলী, চান্দগাঁও মৌলভীপুকুর পাড়, সিএণ্ডবি বালুর টাল ও পাহাড়তলীর ঝাউতলা বাজারে এ অভিযান পরিচালিত হয়।
এসময় দোকানের মালামাল সড়ক ও ফুটপাতে রেখে চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টির দায়ে ২০ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতে ৮৮ হাজার টাকা জরিমান আদায় করা হয়।
নগরীর জাকির হোসেন রোড ও পাহাড়তলী ওয়ার্লেস অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা নেলী। সেখানে ফুটপাত ও সড়ক দখলের দায়ে সেখানে ৮ দোকানদারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
অন্যদিকে, নগরীর চান্দগাঁও আরাকান রোডের মৌলভী পুকুরপাড় থেকে সিএন্ডবি বালুরটাল অভিযান পরিচালনা করে স্পেশাল ম্যজিস্ট্রেট মনীষা মহাজন। এসময় ফুটপাত ও সড়ক দখলের দায়ে ২০ দোকানিকে জরিমানা করা হয়।
তাছাড়া চসিকের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়ের করা মামলায় দুই ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।