ক্রীড়াঙ্গন ডেস্ক :
জাতীয় ক্রীড়া পুরস্কার-২০১৩ পেলেন জাতীয় সংসদের হুইপ, পটিয়া আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য সামশুল হক চৌধুরী।ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কার পেয়েছেন।
বুধবার (১১ মে) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজিত জাতীয় ক্রীড়া পুরস্কার ২০১৩-তে ক্রীড়া সংগঠক ক্যাটাগরিতে এ পুরস্কার লাভ করেন তিনি।
যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহেদ হােসেন রাসেলের সভাপতিত্বে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের ৮৫ জন গুণী ক্রীড়া ব্যক্তিত্বকে এ সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার হিসেবে প্রত্যেককে ১৮ ক্যারেটে ২৫ গ্রাম ওজনের স্বর্ণপদক এবং ১ লাখ টাকার চেক ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।
পটিয়ার তিনবারের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী ১৯৫৭ সালের ২০ জুলাই চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার সম্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮২ সালে চট্টগ্রামের শতদল ক্লাবের গভর্নিং বডির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার মাধ্যমে ক্রীড়া সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি সিটি স্টুডেন্টস ক্লাব, সিটি স্টার ক্লাব ও চট্টগ্রাম আবাহনী ক্রীড়া চক্রের সদস্য মনােনীত হন। তিনি ১৯৮৩ সাল থেকে বিভিন্ন ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ১৯৮৬ সালে চট্টগ্রাম আবাহনী ক্রীড়াচক্রের ভাইস প্রেসিডেন্ট ও ১৯৯৬ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে চট্টগ্রাম আবাহনী লিমিটেডের মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন। তিনি শেখ রাসেল ক্রীড়াচক্রের প্রতিষ্ঠালগ্ন থেকে পৃষ্ঠপােষক কমিটির অন্যতম সদস্য ছিলেন।
২০০৩ সালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হন হুইপ সামশুল হক চৌধুরী।
এরপর ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি তিনবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি চট্টগ্রাম বিভাগীয় ফুটবল অ্যাসােসিয়েশনের (ডিএফএ) দ্বিতীয়বারের মত সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিভাগীয় এবং জেলা ফুটবল মনিটরিং কমিটির দ্বিতীয়বারের মতো চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
তিনি ২০১৬ সালে সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ফুটবল ফেডারেশনের পক্ষে দু’বার জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের ফুটবল সংগঠকদের মধ্যে অন্যতম একজন সংগঠক। তিনি এএফসি ফুটবল ফেডারেশনের প্রতিনিধি হয়ে বিভিন্ন দেশে ফিফা সাফের সভায় যােগদান করেন। এছাড়া শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল ক্লাব কাপ টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা হলেন পটিয়ার এই সাংসদ।