পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দ্যেশ্যে রহমতে আলম হজ্ব কাফেলা ট্রাভেল এন্ড ট্যুরস এর ব্যবস্থাপনায় ৭৭ জন যাত্রী পবিত্র মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
শনিবার ১৪ই মে চট্টগ্রাম নগরীর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রহমতে আলম হজ্ব কাফেলা ট্রাভেল এন্ড ট্যুরস এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক মওলানা মুহাম্মদ মূসার নেতৃত্বে ৭৭ জনের বিশাল বহর মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা দেন, এরপর সেখানে ওমরাহ পালন শেষে ১৪দিন পর দেশে ফিরবেন তারা। হজ্ব যাত্রীদের চাহিদামতো সব ধরণের সুযোগের ব্যবস্থা রেখেছেন এজেন্সেটি, তাই বরাবরের মতোই খুশি ছিলেন যাত্রীরা।
হজ্ব করতে যাওয়া আগ্রহীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতের কথা বলছেন রহমতে আলম হজ্ব কাফেলার পরিচালক মুহাম্মাদ হামেদ হাসান ও মুহাম্মদ মুশফিক উদ্দীন রায়হান।
৭৭ জন যাত্রীদের যেনো কোন ধরনের অসুবিধা না হয় সেজন্য পর্যাপ্ত সেবার প্রত্যয় ব্যক্ত করেন রহমতে আলম হজ্ব কাফেলা ট্রাভেল এন্ড ট্যুর এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক মওলানা মোহাম্মদ মুছা।
রহমতে আলম হজ্ব কাফেলা চট্টগ্রামের হজ্ব এবং হাজীদের সেবামূলক একটি প্রতিষ্ঠান, দীর্ঘ ২ যুগেরো বেশি সময় ধরে হাজীদের হজ্ব ও ওমরাহ পালন, নিরাপদ ভ্রমণ সহ একাধিক সেবা দিয়ে আসছেন তারা। এজেন্সেটির রয়েছে পবিত্র মক্কা মদিনায় অভিজ্ঞ একদল দক্ষ জনবল যারা দিন রাত হাজ্বীদের নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন। তাদের রয়েছে পবিত্র মক্কা মদিনায় অভিজ্ঞ একদল দক্ষ জনবল তারা দিন রাত হাজ্বীদের নিরলস সেবা দিয়ে যাচ্ছেন। মক্কায় আছেন মাওলানা মুহাম্মদ আবুল হোসাইন, মুহাম্মদ নুরুল্লাহ, মুহাম্মদ আরিফ ও মদিনায় আছেন মুহাম্মদ ফারুক।