

লোহাগাড়া প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে আবদুল্লাহ নাহিম (১১) নামের এক হেফজ বিভাগের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (১৫ মে) সকালে উপজেলার আমিরাবাদ মল্লিক ছোবহান কাজি পুকুরে এ ঘটনাটি ঘটে।
নিহত আবদুল্লাহ উপজেলার আমিরাবাদ মল্লিক ছোবহান হাছির বড় পাড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে। ওই শিক্ষার্থী চট্টগ্রাম নগরীর হিলভিউ আবাসিক এলাকার একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড়ভাই আবদুল আজিজ।
তিনি জানান, গত ১২ মে স্ব-পরিবারে বেড়াতে আসেন শহর থেকে গ্রামে। বাড়ির সবাই শহরে চেলে গেলেও নাহিম নানার বাড়িতে রয়ে যায়। ঘটনার দিন বন্ধুদের সাথে নানার বাড়ি সংলগ্ন কাজি পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুজির পর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে পরিবারটিতে শোকের মাতম চলছে।