সাতকানিয়া উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

সাতকানিয়া প্রতিনিধি :

চট্টগ্রামের সাতকানিয়ায় বিএনপির উপজেলা এবং পৌরসভা আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছে দলটির একাংশ সমর্থক।

রবিবার (১৫ মে) সকাল সাড়ে ৯টায় কেরানীহাট এলাকায় এই মিছিল করা হয়।

এ সময় কমিটিতে তৃণমূল নেতাকর্মীরা স্থান না পাওয়া এবং অর্থ লেনদেনের মাধ্যমে হাইব্রিডদের অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলেন তারা।

উপস্থিত নেতাকর্মীরা বলেন, তৃণমূলের মতামতকে উপেক্ষা করে টাকা লেনদেনের মাধ্যমে সাতকানিয়ায় যে কমিটি দিয়েছে সেটি অবৈধ। যা জিয়াপ্রেমী বিএনপি পরিবার কখনও মানবে না। আমরা অবৈধ এবং অগ্রহণযোগ্য কমিটি বাতিলের দাবি জানাচ্ছি।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুছ সবুর, এঁওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হাফেজসহ অন্যান্য নেতাকর্মীরা।