ফটিকছড়ি প্রতিনিধি :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ৬নং পাইন্দং ইউনিয়ন পরিষদ ভবনে চুরির ঘটনা ঘটেছে।
রবিবার (১৫ মে) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটেছে বলে ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে।
সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাতে জানালার গ্রিল কেটে ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষ ও দরজার তালা ভেঙে উদ্যোক্তার কক্ষ থেকে নগদ টাকা ও কম্পিউটার চুরি করে নিয়ে যায়।
সোমবার (১৬ মে) সকালে গ্রাম পুলিশ, সচিব আসলে অফিসকক্ষে কাগজপত্র ছড়ানো ছিটানো এবং জানালার গ্রিল কাটা দেখতে পায়। তখন বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানানো হয়।
পাইন্দং ইউপির চেয়ারম্যান একেএম ছরওয়ার হোসেন স্বপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রাম পুলিশের অবহেলার কারনে চুরির ঘটনা ঘটেছে, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফটিকছড়ি থানাকে অবগত করা হয়েছে।
এদিকে, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাসুদ ইবনে আনোয়ার জানান, এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ থানায় আসেনি, অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।