চান্দগাঁও মোহরা এলাকায় বাড়িতে ডাকাতি : সন্দেহে আটক ২

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মোহরা মৌলভী বাজার এলাকার একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ মে) ভোররাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে একে খান বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। তবে জিজ্ঞাসাবাদ করার জন্য শরীফ ও বাপ্পি নামে দুইজনকে আটক করেছে চান্দঁগাও থানা পুলিশ।

ডাকাতির ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার মো.শাহ আলম।

তিনি জানান, তিন তলা ভবনটির প্রথম দুই তলা ডুপ্লেক্স। ভবনের দ্বিতীয় তলার পেছনে জানালার গ্রিল কেটে কিছু লোক ঢুকেছিল।এখনো মামলা হয়নি এ ডাকাতির বিষয়ে। কিন্তু ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

এসময় ৫০ ভরি স্বর্ণ ও ৬৫ হাজার টাকা ডাকাতি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো থানায় এজাহার দেননি, যে কারণে বলা যাচ্ছে না সঠিক করে।

এ সময় বাড়িতে থাকা কয়েজনকে মারধর ও নির্যাতন করে ডাকাতরা এমন অভিযোগ করেছেন ওই বাড়ির লোকজন।

তবে একে খান বাড়ির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রবিবার আনুমানিক রাত তিনটার দিকে পাঁচ থেকে ছয়জনের মুখোশ পরিহিত ডাকাত দল বেডরুমের গ্রীল কেটে ঘরে ঢুকে ঘুমন্ত মহিউদ্দিন সাদেক ও তার স্ত্রীকে ক্লোরোফিল দিয়ে বেহুশ করাতে গেলে ভিক্টিমদের ঘুম ভেঙে যায়। এসময় ডাকাতদল মুখবেঁধে তাদেরকে মারধর করে। ডাকাত দলের আঘাতে সাদেকের নাক ভেঙে যায় এবং তার স্ত্রীর গলায় ছুরি ধরে। তাদের ধস্তাধস্তির একপর্যায়ে পাশের ঘর থেকে তাদের ছেলে ( ২১) ছুটে আসলে তাকেও খুন্তি দিয়ে হাতে আঘাত করে ডাকাত দল। পরে তাদের বেঁধে প্রায় ৫০ভরি স্বর্ণ ও নগদ ৬৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরবর্তীতে তাদের চিৎকার শুনে আশেপাশের মানুষ এগিয়ে এসে তাদের বন্দি ও আহত অবস্থায় উদ্ধার করে।