নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার অভিযানে ১৮৫ গ্রাম আইস বা ক্রিস্টাল মেথ সহ ২ জন আসামীকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
মঙ্গলবার (১৭মে) গভীর রাতে চান্দগাঁও এলাকার খাজা রোড বাদামতল এলাকা থেকে তাদের গ্রেফ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার টেকনাফ নয়াপাড়ার আব্দু রহিমের ছেলে মোঃ হামিদ হোসেন (২৮) ও রাঙ্গুনিয়া ইসলামপুরের মৃত আব্দুল রশিদের ছেলে মোঃ ফারুক (৩৮)।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চান্দগাঁও এলাকার খাজা রোড বাদামতল ইব্রাহীম সওদাগরের বিল্ডিং এর সামনে পুকুর পাড় থেকে ১৮৫ গ্রাম আইস বা ক্রিস্টাল মেথ সহ ২ জনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে আরো জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হইতে নেশাজাতীয় এ্যামফিটামিন উপাদানযুক্ত, দানাদার মাদকদ্রব্য যাহার বানিজ্যিক নাম আইস (ক্রিস্টাল মেথ) সংগ্রহ করে চট্টগ্রাম মহানগর এলাকায় সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট ক্রয় বিক্রয় করে আসছে।
আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) মামলা করা হয়েছে বলে জানান ওসি।