নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে দেশের সবচেয়ে বড় রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মবিরতি পালন করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট ও তাদের কর্মচারীরা।
বুধবার (১৮ মে) সকাল ৯টা থেকে বিক্ষোভের মাধ্যমে কর্মবিরতি পালন করছেন এসব কর্মকর্তারা।
জানা গেছে, লাইসেন্স নবায়ন করার দাবিতেই কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টরা।|
চট্টগ্রাম কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, ২০০ থেকে ২৫০ জনের মতো সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স লাইসেন্সিং রুলের অপব্যাখা দিয়ে নবায়ন করা হচ্ছে না। ফলে মঙ্গলবার (১৭ মে) রাত থেকে এসব সিঅ্যান্ডএফ এজেন্টরা কাজ করতে পারছে না। প্রতিবাদে আমরা কর্মবিরতি পালন করছি। যতক্ষণ পর্যন্ত লাইসেন্স নবায়ন করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু জানিয়েছেন, লাইসেন্সিং রুল উপেক্ষা করে কিছু সিঅ্যান্ডএফ এজেন্টকে কাজের সুযোগ বঞ্চিত করা হয়েছে, তার প্রতিবাদে সকাল ৯টা থেকে কর্মবিরতি পালন করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট ও কর্মচারীরা।
এ কর্মবিরতির কারণে সকাল থেকেই বিল অব এন্ট্রি ও বিল অব এক্সপোর্ট দাখিল করা হচ্ছে না কাস্টম হাউসে।