লোহাগাড়া প্রতিনিধি :
লোলোহাগাড়ার চুনতিতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়েছে যাত্রীবাহী একটি বাস।
বৃহস্পতিবার (১৯ মে) বিকেল ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের বনপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাস চালক ও সহকারী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে ঘটনার পরপর ঘটনাস্থল ত্যাগ করায় তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, ঘটনাস্থলে কক্সবাজারমুখী সাদিয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের পেছন দিকে ঢুকে পড়ে। এতে দোকানের মালামাল দুমড়ে-মুচড়ে যায়। তবে দোকানে থাকা কেউ হতাহত হয়নি।
দোহাজারী হাইওয়ে থানার এএসআই মোহাম্মদ ফয়েজ আহমেদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানা হেফজাতে নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ক্ষতিগ্রস্ত দোকানদার জানান, ভাত ও চা-নাস্তা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তিনি। যাত্রীবাহী একটি বাস দোকানে ঢুকে তার শেষ সম্বলটুকু শেষ করে দিয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত দোকান ও মালামালের ক্ষতিপূরণ দাবি করেন।