

নিজস্ব প্রতিবেদক :
কর্ণফুলীতে জাহাজের সঙ্গে ধাক্কা লেগে মাছবোঝাই ট্রলার উল্টে মো. সোহাগ (১৭) নামের এক কিশোর নিখোঁজ হয়েছেন।
শনিবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে বিআরটিসি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মো. সোহাগ বাকলিয়ার চেয়ারম্যান ঘাট এলাকার মো. করিমের ছেলে।
সদরঘাট নৌ পুলিশের এসআই মিঠুন বালা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ওই ট্রলারের বাকি ১৯ শ্রমিককে উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছেন সোহাগ নামের এক কিশোর ।
ঘটনার বিবরণে এসআই মিঠুন বালা জানান, শনিবার বেলা আড়াইটার দিকে বিআরটিসি ঘাট থেকে মাছ বোঝাই করে ফিশারি ঘাটের দিকে আসার সময় একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ২০ জন শ্রমিকসহ ট্রলার ডুবে যায়। এসময় ১৯ জন শ্রমিক সাঁতরে তীরে ফিরে এলেও মো. সোহাগ আসতে পারেনি। এখন পর্যন্ত তার কোন খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও নৌ বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে ।