

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন মিয়া খান নগর এলাকায় ফ্যানের সঙ্গে ঝুলে লিজা আক্তার ( ১৭) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (২৪ মে) দুপুর ১টার দিকে মিয়াখান নগর ময়দার মিল এলাকায় এ ঘটনা ঘটে। লিজা ওই এলাকার মো. এরশাদের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান।
তিনি জানান, লিজা নামের ওই কিশোরীকে মুমূর্ষ অবস্থায় তার পরিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজনের বরাতে আত্মহত্যা বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এরপর বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।
নিহতের বড় ভাই আকাশ বলেন, দুপুর ১টার দিকে রুমে ঢুকে দেখি লিজা ফ্যানের সঙ্গে ঝুলছে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।