রাজনীতি ডেস্ক:
চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, দুই যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা ও ফরিদ মাহমুদ সদস্য ফরম নিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন।
সোমবার (৩০ মে) দুপুরে নগরীর পাঁচলাইশের দি কিং অব চিটাগং ক্লাবে চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের হাত থেকে সদস্য ফরম গ্রহণ করেন তারা।
এর আগে নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, দুই যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা ও ফরিদ মাহমুদ আওয়ামী লীগের রাজনীতিতে যোগদানের বিষয়ে মৌখিক ঘোষণা দিয়েছিলেন। তারা কেউ নগর যুবলীগের সভাপতি বা সম্পাদকের পদের জন্য জীবনবৃত্তান্ত জমা দেননি।প্রসঙ্গত ২০১৩ সালে মহিউদ্দিন বাচ্চুকে আহ্বায়ক ও দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, মাহবুবুল আলম সুমন এবং দিদারুল আলমকে যুগ্ম- আহ্বায়ক করে তিনমাসের আহ্বায়ক কমিটি করা হয়েছিল।