

চট্টলা ডেস্ক:
আধুনিক যুগের সাথে তাল রেখে হালের জনপ্রিয়তা অর্জন করেছে জনরার টেকনো ভার্সনে ইডিএম (ইলোক্ট্রনিক ডান্স মিউজিক)।
এই ইডিএম মিউজিক নিয়ে দীর্ঘদিন চর্চা করে যাচ্ছে বাংলাদেশ চট্টগ্রামের জনপ্রিয় মিউজিক কম্পোজার আলাভি ফরহাদ।
গতানুগতিক ধারার নির্মান হওয়া মিউজিক ভিডিওর পরিবর্তন এনে সে তার নিজস্ব স্টাইলে তৈরী করে যাচ্ছে ইডিএম মিউজিক ভিডিওগুলো।
এবার তারই ধারাবাহিকতায় আলাভী ফরহাদ এবং বাংলাদেশের বংশোদ্ভূত সুইডিশ প্রবাসী তানভীর কাউনাইন একসাথে যুক্ত হয়ে তৈরি করছেন টাইমলেস টেকনো ব্যাঙ্গার, রেভোলিউশন ২.০ ।
ইউটিউব-এ অথবা সরাসরি ওয়েব সাইটে মিউজিক ভিডিও স্ট্রিম করতে ক্লিক করুন এই লিংকে