নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরীর প্রাক্তন মেয়র, বিশিষ্ট শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর প্রতিষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ অক্টোবর) সকালে টাইগারপাস নেভি কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এবারের সমাবর্তনে ৫৬৯৭ জন গ্র্যাজুয়েট হওয়ায় ৩য় শিক্ষা সমাপনী সনদ গ্রহণ করেন। তাদের মধ্যে ৬ জনকে চ্যান্সেলরস গোল্ড মেডেল, ৬ জনকে এ বি এম মহিউদ্দিন চৌধুরী গোল্ড মেডেল, ৬ জনকে ভাইস-চ্যান্সেলরস গোল্ড মেডেল প্রদান করা হয়। এছাড়া ১৮ জন আন্ডার গ্র্যাজুয়েট ও ১৩ জন পোস্ট ম্যাজুয়েটকে প্রদান করা হয় ডিনস অ্যাওয়ার্ড।
সমাবর্তন বক্তব্য রাখেন ভারতের বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. পবিত্র সরকার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ, ইউজিসির সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র ও প্রফেসর ড. মোঃ আবু তাহের সহ ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা ও ট্রেজারার প্রফেসর একেএম ফজল হক।
সমাবর্তন অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির সকল ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় এয়ারম্যান, শিক্ষক শিক্ষিকামণী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় জাতীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গরা।