সাবেক বন প্রতিমন্ত্রী বিএনপি নেতা জাফরুল ইসলাম চৌধুরী চলে গেলেন

রাজনৈতিক ডেস্ক:

সাবেক প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী (৭৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৮আগষ্ট) বেলা ২টা ১৫ মিনিটে চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, জাফরুল ইসলাম চৌধুরী দীর্ঘদিন থেকে কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আগামীকাল বুধবার সকাল ১০টায় নগরে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে তাঁর প্রথম নামাজে জানাজা এবং বাঁশখালীতে বেলা দুইটায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

জাফরুল ইসলাম চৌধুরী বিএনপির সরকারের আমলে চট্টগ্রামের বাঁশখালী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিএনপি সরকার আমলে তিনি পরিবেশ বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ছিলেন।

জাফরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।