তথ্য ও প্রযুক্তি ডেস্ক :
Apple লঞ্চ করবে চারটি আইফোন- IPhone 13, IPhone 13 Pro, IPhone 13 Pro Max, IPhone 13 Mini14 সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়াতে অনুষ্ঠিত এক স্ট্রিমিং ইভেন্টের মাধ্যমে সামনে আসতে চলেছে নতুন IPhone 13 সিরিজ আইফোন সিরিজের দাম ও ফিচার লিক হয়েছে।
দীর্ঘদিন ধরে গ্যাজেট লাভারেরা অপেক্ষা করে আছে Apple- র নতুন সিরিজ স্মার্টফোন লঞ্চের জন্য।
আগামী 14 সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়াতে অনুষ্ঠিত এক স্ট্রিমিং ইভেন্টের মাধ্যমে সামনে আসতে চলেছে নতুন iPhone 13 সিরিজ।
এতদিন ধরে নতুন এই সিরিজ বিষয়ে যা খবর মিলেছে তাতে দেখা গিয়েছে যে আগের অন্যান্য সিরিজের মতনই iPhone 13 সিরিজেও আসবে চারটি স্মার্টফোন। যদিও এক বিশেষ মিডিয়া রিপোর্ট সূত্রে নতুন এই আইফোন সিরিজের দাম ও ফিচার লিক হয়েছে।
Apple Hub নামক একটি ব্লগ সাইট, যারা সাধারণত অ্যাপেল ব্র্যান্ডের বিভিন্ন গ্যাজেট ইনফরমেশনকে কভার করে, এই সংস্থা নতুন আইফোন সিরিজের বিষয়ে বেশ কিছু তথ্য সামনে এনেছে।
জানা গিয়েছে যে নতুন এই সিরিজে মার্কেটে লঞ্চ করবে চারটি আইফোন- iPhone 13, iPhone 13 Pro, iPhone 13 Pro Max, iPhone 13 Mini।