তথ্য ও প্রযুক্তি ডেস্ক :
- Xiaomi আজ ভারতে তার নতুন Budget Smartphone লঞ্চ করতে চলেছে
- Redmi 10 Prime 6000mAh ব্যাটারি সহ সবচেয়ে হালকা ফোন হবে
- 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে Redmi 10 Prime ফোনে
হ্যান্ডসেট নির্মাতা Xiaomi ভারতে তার নতুন Budget Smartphone লঞ্চ করছে। কোম্পানির Redmi 10 Prime স্মার্টফোন ৩ সেপ্টেম্বর লঞ্চ করেছে এবং লঞ্চের ঠিক আগে, কোম্পানি ফোনের ব্যাটারির সম্পর্কে জানিয়েছে। বলে রাখা ভালো এই Redmi Mobile ফোনে গ্রাহকরা শক্তিশালী ক্ষমতার ব্যাটারি পেতে চলেছে।
জেনে নেওয়া যাক Redmi 10 Prime সম্পর্কে সমস্ত কিছু…
Xiaomi নিশ্চিত করেছে যে গ্রাহকদের জন্য Redmi 10 Prime স্মার্টফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। বলে দি যে আন্তর্জাতিক বাজারে ফোনটি 5000mAh ব্যাটারি সহ চালু করা হয়েছে। শাওমি ইন্ডিয়ার প্রধান মনু কুমার জৈন টুইট করে জানিয়ে দিয়েছেন যে Redmi 10 Prime 6000mAh ব্যাটারি সহ সবচেয়ে হালকা ফোন হবে। তবে এখনও ভারতে রেডমি 10 প্রাইম ফোনের দাম কত হবে তা প্রকাশ করা হয়নি।