ই-অরেঞ্জের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে আবারো মামলা এক ভুক্তভোগীর

নগর প্রতিবেদক:

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিকসহ ৭ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে চট্টগ্রামের আদালতে আরো একটি মামলা করেছেন ইকবাল হোছেন (২৯) নামে এক ভুক্তভোগী।

রোববার (১৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালতে এ মামলা দায়ের করা হয়।

মামলার আসামিরা হলেন, ই-অরেঞ্জ মালিক সোনিয়া মেহজাবিন, তার স্বামী মাসুকুর রহমান, সাবেক পুলিশ কর্মকর্তা শেখ সোহেল রানা এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তা আমানুল্লাহ, বীথি আক্তার, জায়েদুল ফিরোজ ও নাজমুল হাসান রাসেল।

আরও ২২ জন ভুক্তভোগী গ্রাহকের পক্ষে প্রতারণা ও অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে প্রায় ১ কোটি ৩২ লাখ ৭০ হাজার ৯২৬ টাকা আত্মসাৎ করার অভিযোগে তিনি এ মামলা করেন।

মামলার বাদিপক্ষের আইনজীবী এডভোকেট নাজমুস সাকিব বলেন, ‘ই-অরেঞ্জ সারাদেশে লক্ষাধিক গ্রাহকের সঙ্গে প্রতারণা করেছে। আমরা চট্টগ্রামের প্রতারিত গ্রাহকদের পক্ষে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে আদালতে মামলা করেছি।’

আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, গত ২৭মে’র পর থেকে বিভিন্ন সময় পণ্য ক্রয় করার জন্য ই-অরেঞ্জকে অর্থ প্রদান করেন গ্রাহকেরা। তবে নির্দিষ্ট সময়ের পর প্রতিষ্ঠানটি গ্রাহকদের কোনো পণ্য সরবরাহ করেনি। অর্ডার নেওয়ার পর থেকে ই-অরেঞ্জ কর্তৃপক্ষ ফেসবুকে নোটিশের মাধ্যমে বিভিন্ন সময় গ্রাহকদের পণ্য সরবরাহের আশ্বাস দেয়। কিন্তু তারা পণ্য সরবরাহ না করে দেশে প্রায় এক লাখ গ্রাহকের ১১০০ কোটি টাকা আত্মসাৎ করেন। আত্মসাৎ করা এ টাকার মধ্যে চট্টগ্রামের ২৩ জন গ্রাহকের প্রায় ১কোটি ৩২ লাখ ৭০ হাজার ৯২৬ টাকা রয়েছে।

উল্লেখ্য, একই অভিযাগে এর আগে ঢাকা মহানগর হাকিম এবং কুমিল্লা আদালতেও সোনিয়া মেহজাবিন এবং মাসুকুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে।