কারাগারেই যেতে হলো রাজস্ব আত্মসাতের মামলায় কাস্টমসের দুই কর্মকর্তাকে

নিজস্ব প্রতিবেদক :

সরকারি রাজস্ব আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় চট্টগ্রাম কাস্টমসের দুই রাজস্ব কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া দুই রাজস্ব কর্মকর্তা হলেন— চট্টগ্রাম কাস্টম হাউসের বরখাস্ত হওয়া সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) (সেকশন-বি) মো. রবিউল ইসলাম মোল্লা ও অবসরপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা (আরও) নাসিরউদ্দিন মাহমুদ।

এ বিষয়ে জানতে চাইলে দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু বলেন, ‘দুদকের মামলা দায়েরের পর ওই দুই কর্মকর্তা জামিনের আবেদন করেন। পরে বিচারিক আদালতে তারা আত্মসমর্পণ করে আবার জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।’

উল্লেখ্য যে, গত বছরের ২৪ নভেম্বর আমদানি পণ্যের কাগজপত্র যাচাই-বাছাই ও কায়িক পরীক্ষা না করে পণ্য খালাসে সহযোগিতা করায় দুদকের মামলার জালে জড়ায় চট্টগ্রাম কাস্টমসের এই দুই রাজস্ব কর্মকর্তা। সে মামলায় দুই কাস্টমস কর্মকর্তা ছাড়াও পণ্য খালাসের দায়িত্বে থাকা নেপচুন ট্রেডিং এজেন্সির মালিক ইকবাল হোসেন মজুমদার ও বনলতা শিপিং এজেন্সির মালিক মো. আবদুল মান্নান চৌধুরীকে অভিযুক্ত করে মামলা করা হয়।

বর্তমানে তারা পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে ২৪ লাখ ৩৩ হাজার ৫০২ টাকা সরকারি রাজস্ব আত্মসাতের অভিযোগ এনেছিল দুদক।