চন্দনাইশ প্রতিনিধি :
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন।
বৃহস্পতিবার (১২মে) মাসিক সভায় আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।
মামলার রহস্য উদঘাটন, মাদক উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়া শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত করা হয়েছে দোহাজারী তদন্ত কেন্দ্রের এস আই বিল্লাল হোসেনকে।
এ প্রসঙ্গে ওসি আনোয়ার হোসেন বলেন, কাজের পুরস্কার সবসময় যেকোন কাজের উৎসাহ প্রদান করে। তবে ঊর্ধ্বতন অফিসারদের নিবিড় তদারককি, থানার প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বের প্রতি আনুগত্য আমার জন্য সহায়ক হয়েছে।
এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে বলেও মন্তব্য যোগ করেন তিনি।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি সাতকানিয়া থানা থেকে চন্দনাইশ থানায় যোগদেন ওসি মো. আনোয়ার হোসেন। এরও আগে তিনি নোয়াখালী সদর থানায় একটানা ৫ বছর কর্মরত ছিলেন। এছাড়া কক্সবাজারের রামু ও কুমিল্লায় তিনি ওসি তদন্তের দায়িত্ব পালন করেন সুনামের সাথে।