নিজস্ব প্রতিবেদক:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা পিপি কার্যালয়ের উদ্যোগে জেলা জজ মিলনায়তনে এক আলোচনা সভা ও সদ্য নিয়োগপ্রাপ্ত সরকারী আইনজীবীদের ব্লেজার প্রদান অনুষ্ঠিত হয় ।
১৪ মার্চ (মঙ্গলবার) জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনা সভাটি পরিচালিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা পিপি নজমুল আহসান খান আলমগীর, মহানগর পিপি আব্দুর রশীদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বাঙ্গালী জাতি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে উজ্জীবিত হয়ে মহান মুক্তিযুদ্ধে জীবনকে তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়ে। দেশমাতৃকাকে স্বাধীন করার জন্য বুলেটের সামনে এ জাতি বুক পেতে দিয়েছে, এই জাতি রক্তের বিনিময় স্বাধীনতা অর্জন করেছে। আজও অনেকে দিবাস্বপ্ন দেখে পাকিস্তানী চিন্তা চেতনা লালন করেন, দেশের অস্তিত্ব স্বাধীনতা এবং বর্তমান সরকারের গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করার জন্য জঙ্গিবাদকে লালন করছে। মানুষের ধর্মীয় চেতনাকে উস্কানি দিয়ে উন্মাদনা সৃষ্টি করার সকল ষড়যন্ত্র কে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে। দেশের স্বাধীনতা রক্ষায় আইনজীবীদের কাজ করতে হবে।
“ষড়যন্ত্র-চক্রান্ত করে আসন্ন জাতীয়সংসদ নির্বাচনী পরিবেশকে বানচাল করা যাবেনা। দেশের মানুষ সংবিধান রক্ষায়জাতীয়সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নৌকার বিজয়কে সুনিশ্চিত করবার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবন জানান তিনি।