নিজস্ব প্রতিবেদক :
চিটাগাং সোপ এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী মোহাম্মদ নুরুন্নবী তালুকদারকে ৮ কোটি ৪১ লাখ ৮ হাজার ১৮৬ টাকার ঋণ ১৫ বছর ধরে পরিশোধ না করায় আটক করে ৫ বছরের কারাবাসের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৪ এপ্রিল) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালত এ রায় দেন।
জানা গেছে, চিটাগাং সোপ এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী মোহাম্মদ নুরুন্নবী তালুকদার এক্সিম ব্যাংক লিমিটেডের খাতুনগঞ্জ শাখা থেকে ২০০৯ সালের ৩০ জুন এ মামলা শুরু হয়। একই বছরের ২৬ আগস্ট ঋণের ৩ কোটি ২৭ লাখ ৩২ হাজার ৮১৭ টাকা ১২ শতাংশ সুদে ডিক্রি ঘোষণা করা হয়। তখন অর্থঋণ আদালত মামলার বিবাদী মোহাম্মদ নুরুন্নবী তালুকদারকে ৬০ দিনের মধ্যে ঋণের অর্থ পরিশোধ করতে আদেশ দেন। সে অর্থ পরিশোধ না করায় তাকে আজ (মঙ্গলবার) এজলাস থেকে আটক করে ৫ মাসের কারাদণ্ডের নিদের্শ দিয়েছেন অর্থঋণ আদালত।