ডাকাতির প্রস্তুতিকালে মূল পরিকল্পনাকারী ৩ জনসহ মোট ১১ জন গ্রেফতার

নগর প্রতিবেদক :

নগরের সদরঘাট ও খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ডাকাতির প্রস্তুতিকালে মূল পরিকল্পনাকারী ৩ জনসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৪ এপ্রিল) দিবাগত রাতে ওই ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মিন্টু দাশ (৩১), বেলাল হোসেন (৩২), মো. জাহিদ (৩০), বিপ্লব চৌধুরী (৪৩), সুমন প্রকাশ চাকমা সুমন (২৩), মো. সাকিব (২৫), রুবেল কান্তি দাশ (৩২), মো. খোকন (২৫), খোকন হাওলাদার (৩০), জসিম উদ্দিন (২৫) এবং নুরুল ইসলাম (৪৫)।

বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-ডিবি) নোবেল চাকমা জানান, জেলে বসেই আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে শপিংমলে আসা নারী ক্রেতাদের এবং ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনকারীদের টার্গেট করে ছিনতাইয়ের পরিকল্পনা সাজিয়েছিল এই ছিনতাইকারীরা।

তিনি জানান, ১১ জনের মধ্যে ৩ জন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির বাসভবনের নিরাপত্তারক্ষীকে খুনের মামলার আসামি। মাত্র ৪ দিন আগে তারা জেল থেকে জামিনে বেরিয়েছিল। জেলে বসেই ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারীও ছিল তারা।

তিনি আরও বলেন, ‘নগরের খুলশী থানাধীন টাইগারপাস মোড়ে রাতভর অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিয়ে থাকা মিন্টু, বেলাল, জাহিদ ও বিপ্লবকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি চোরা উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী খুলশী থেকে তিনজন এবং সদরঘাট থেকে আরও চারজনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে তিনজন মিন্টু, বেলাল ও জাহিদ ডিআইজি বাসভবনের নিরাপত্তা রক্ষী খুনের মামলার আসামি।

’তিনি আরও বলেন, ‘চারদিন আগে মিন্টু, বেলাল ও জাহিদ জেল থেকে জামিনে বের হয়। জেলে বসে তারা ছিনতাইয়ের পরিকল্পনা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা। জেল থেকে বেরিয়ে বাকিদের সাথে সংঘবদ্ধ হয়ে তিনভাগে বিভক্ত হয়ে ছিনতাইয়ের উদ্দেশে তারা নগরের তিনটি এলাকায় অবস্থান করছিল। তাদের কাছে চোরা ছিল। ছিনতাইয়ে বাধা দিলে ছুরিকাঘাতের সিদ্ধান্তও ছিল তাদের।