দূর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আক্তারুজ্জামান ফ্লাইওভার বন্ধ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরের প্রধান সড়কগুলোতে নেই তেমন কোন যানবাহনের ব্যস্ততা। ঈদুল ফিতরের নগরবাসী বিভিন্ন গ্রামে গঞ্জে তাদের নিজ বাড়িতে চলে যাওয়ায় শহর হয়েছে অনেকটা শূন্য। আর এ সুযোগে ব্যক্তিগত যানবাহনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে নগরের আক্তারুজ্জামান ফ্লাইওভার।

৩ মে ঈদ ও ৪ মে ঈদের দ্বিতীয় দিন বিকাল ৫টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত মুরাদপুর-লালখান বাজার ফ্লাইওভারটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম ট্রাফিক পুলিশ ও ক্রাইম বিভাগ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির উত্তর বিভাগের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) জয়নুল আবেদীন টিটু।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আক্তারুজ্জামান ফ্লাইওভারের মুরাদপুর, বেবি সুপার মার্কেট (২ নম্বর গেট) ও লালখান বাজারসহ তিন দিকের মুখই বন্ধ করে দেয়া হয়েছে।

এ বিষয়ে সিএমপির উত্তর বিভাগের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) জয়নুল আবেদীন টিটু বলেন, বিগত কয়েক বছর ধরে দেখা গেছে এসময়ে ফ্লাইওভারে যান চলাচল একেবারে কম থাকায় যুবকরা প্রতিযোগিতায় লিপ্ত হয়। যার বেশির ভাগ মোটরসাইকেল কেন্দ্রিক। সেজন্য দুর্ঘটনা এড়াতে এবার ঈদের প্রথম ও দ্বিতীয় দিন বিকাল ৫টা থেকে পরদিন সকাল পর্যন্ত ফ্লাইওভারের রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যান চলাচলের উপর নির্ভর করে সিদ্ধান্ত পাল্টানোর সম্ভাবনা আছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।