নিজস্ব প্রতিবেদক:
নগরীর দেওয়ানহাট থেকে পতেঙ্গা পর্যন্ত সড়কটি সংস্কার করে যান চলাচলের উপযোগী করে দিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) চিঠি দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
সোমবার (১৩সেপ্টেম্বর) সিডিএ চেয়ারম্যান মো. জহিরুল আলমের কাছে চিঠি দেন চসিকের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শহীদুল আলম।
চিঠিতে বলা হয়, জনস্বার্থে সিডিএ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করছে। কিন্তু নির্মাণ কাজের কারণে দেওয়ানহাট থেকে পতেঙ্গা পর্যন্ত সড়কটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায়শ যানজট লেগে থাকে। এ কারণে বিমানযাত্রীসহ অফিসগামী লোকজন যথাসময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে না। এতে জন ভোগান্তি বেড়েই চলেছে। তাই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শেষে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর না করা পর্যন্ত সময়ে জনস্বার্থে সড়কটির জরুরি ভিত্তিতে সংস্কার করতে সিডিএ’কে অনুরোধ করা হয়।