নিজস্ব প্রতিবেদক :
পাহাড় কেটে পরিবেশ নষ্ট করার অভিযোগে ৫ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
রোববার (২২ আগস্ট) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী শুনানী শেষে এ জরিমানা করেন।
বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রামের মতিঝর্ণা লালখান বাজার এলাকায় পাহাড় কাটার দায়ে রহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মালিক মাে. আ. রহিমকে ৪০ হাজার টাকা, শ্রী রঘু দাশ গুপ্তকে ২০ হাজার ও সর্বসাং দাশ গুপ্তকে ২০ হাজার টাকা, বায়েজিদে রিদোয়ান হােসেনকে ৪৫ হাজার টাকা, পাঁচলাইশ থানার মাে. সামশুল হুদাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
আগামী সাত দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে পরিবেশ অধিদপ্তর থেকে।