নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে গণটিকাদান কর্মসূচি।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে নগরের আর উপজেলার দুই শতাধিক কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়।
দ্বিতীয় ধাপের গণটিকাদান কার্যক্রমে তিন লাখ মানুষকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্যবিভাগ।
এরমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১ টি ওয়ার্ডে ১২৩ টি কেন্দ্রে এবং উপজেলার ২০০ ইউনিয়নে শুরু হয় এ কার্যক্রম।
স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়, এ ক্যাম্পেইন চলাকালে শুধুমাত্র প্রথম ডোজের টিকা দেয়া হবে। পরবর্তী মাসের একই তারিখে দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে।
ক্যাম্পেইন শুরুর প্রথম দুই ঘণ্টা অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশোর্ধ্ব জনগোষ্ঠী, নারী ও শারীরিক প্রতিবন্ধীদের টিকা দেয়া হবে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, প্রতিটি কেন্দ্রেই সুশৃঙ্খলভাবে টিকা প্রদান করা হচ্ছে। স্বাস্থ্যবিভাগের কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও আন্তরিকতার সঙ্গে কাজ করছেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, প্রতিটি ওয়ার্ডে ৩টি করে কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। প্রতি কেন্দ্রে ৫০০ জনকে টিকা দেয়া হবে।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই নগরের বিভিন্ন এলাকায় টিকাদান কেন্দ্রগুলোতে নারী ও পুরুষদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নিতে দেখা গেছে। ভোর থেকেই অনেক কেন্দ্রে টিকা গ্রহীতাদের দীর্ঘ সারি ছিল কেন্দ্রে কেন্দ্রে।
তবে বেলা ১১টা পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।