চট্টগ্রাম প্রতিনিধি :
নগরের বহদ্দারহাট ফ্লাইওভার থেকে নিচে পড়ে গেছেন ২৫ বছর বয়সী এক অজ্ঞাত তরুণী। এই তরুণী কীভাবে পড়েছেন তা কেউ নিশ্চিত করে বলতে না পারলেও কেউ বলছেন তাকে ধাক্কা দিয়ে মোটর সাইকেল থেকে ফেলে দেওয়া হয়েছে।
কিন্তু এ কথার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। কারণ পড়ার পর থেকে অচেতন থাকায় আহত তরুণীর বক্তব্য জানা যায়নি।
শুক্রবার (৬ আগষ্ট) রাত ৮টার দিকে বহদ্দারহাট জামে মসজিদের সামনে ফ্লাইওভারের নিচ থেকে তাকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে তিনি অজ্ঞান অবস্থায় চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন। তরুণীর বোরকা পরিহিত অবস্থায় ছিলেন। তবে তার নাম ও পরিচয় কিছুই জানা যায়নি।’
তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ।
চমেকে পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা পাঁচলাইশ থানার এসআই শাহ আলম চট্টলাকে বলেন, ‘রাত ৮টার দিকে বহদ্দারহাট ফ্লাইওভার থেকে ওই তরুণী পড়ে যাওয়ার খবর পেয়ে চান্দগাঁও থানা পুলিশ উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক জন প্রত্যক্ষদর্শী সূত্রে জেনেছে যে এক মোটরসাইকেল আরোহীর সাথে বাকবিতণ্ডার জেরে ওই নারী নিচে লাফ দিয়েছে। এতে তরুণীটি গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে পুলিশ।
বর্তমানে ওই তরুণী চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।