নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরের ইপিজেডের মধ্যম হালিশহর কলসি দীঘির পাড়ের ধুম পাড়ায় দোকান ও বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ মে) সকাল ১১টার পরে মধ্যম হালিশহর কলসি দীঘির পাড় ধুমপাড়া শাহবুদ্দিন শাহ মাজারের সামনের এলাকায় এ ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১১টি গাড়ি ঘটনাস্থলে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
আগুন লাগার ঘটনা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার। তিনি জানান, ‘ সকাল ১১টার দিকে ইপিজেডের কলসি দীঘির পাড় ধুমপাড়া শাহবুদ্দিন শাহ মাজারের সামনের এলাকায় কয়েকটি দোকান ও বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমাদের তিনটা ইউনিটের ১১টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করছে। আগুন লাগার কারণ এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। এলাকাটি অত্যান্ত ঘনবসতিপূর্ণ হওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।
আগুন নিয়ন্ত্রণে এলে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে সবকিছু বিস্তারিত বলা যাবে বলেও যোগ করেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।