নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন লাভলেইন এলাকা থেকে ৫২ হাজার পাঁচশ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত মামলায় এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২০ মে) সোয়া ১টার দিকে খুলশী এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানার উপ-পরিদর্শক আরাফাত হোসেন।
গ্রেফতার ছিনতাইকারীর নাম-নজরুল ইসলাম (৪৭)। এসময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি টিপ ছুরি ও টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার ছিনতাইকারী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় সর্বমোট ৮ টি ছিনতাই মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবীর।
তিনি জানান, গত ২৬ এপ্রিল জনৈক পলাশ নামের এক ব্যক্তির কাছ থেকে নগদ ৫২ হাজার পাঁচশ টাকা ও মোবাইল নিয়ে যায় তিন ছিনতাইকারী লাভলেইন এলাকা থেকে। পরে তিনি কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।
এ মামলাটির তদন্তকারী কর্মকর্তা এএসআই আরাফাত হোসেন দীর্ঘ তদন্ত শেষে ছিনতাইকারী নজরুল ইসলামকে খুলশী এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং তার সাথে থাকা অপর দু’জন ছিনতাইকারীর নাম, ঠিকানা প্রকাশ করেছে।
ওই অপর দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান ওসি জাহেদুল কবীর।