সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে চট্টগ্রামের সাংবাদিকদের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নগর প্রতিবেদক:

সারাদেশে সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে সম্প্র্রীতি সমাবেশ করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলায় জড়িত ব্যক্তিদেরকে দ্রুত শাস্তির দাবি জানান।

সিইউজে সাধারণ সম্পাদক ম শামসুল ইসলামের সঞ্চালনায় ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস সভাপতিত্ব করেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস বলেন, সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি ও হামলাকারীদের চিহ্নিত করতে হবে। চট্টগ্রামের উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে শান্তিপূর্ণ পূজা উদযাপন হলেও নগরে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রসাশনকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সাংবাদিকদের শুধু আছে একটি কলম আর একটা ক্যামেরা।আমরা শুধু তুলে ধরতে পারবো কিন্তু প্রসাশনের উচিত এই সাম্প্রদায়িক সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার করা।

এ সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজে সভাপতি মোহাম্মদ আলী , সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি শহীদ উল আলম, মোস্তাক আহমেদ, আবু তাহের মোহাম্মদ, দৈনিক জনকণ্ঠের যুগ্ম সম্পাদক মোয়াজ্জেমুল হক, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, তপন চক্রবর্তী, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির কোষাধ্যক্ষ নুর উদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক আপ্যায়ন সম্পাদক রোকসারুল ইসলাম, বিএফ্ইউজে সদস্য আজহার মাহমুদ, সিইউজের টিভি ইউনিটের প্রধান (ভারপ্রাপ্ত) মাসুদুল হক, সিইউজের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ কুতুব, সাংবাদিক বিশ্বজিত বড়ুয়াসহ বিএফইউজে, সিইউজে ও চট্টগ্রাম প্রেস ক্লাবের বর্তমান ও সাবেক নেতারা।

এ সময় সম্প্রীতি সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি মনজুর কাদের মনজু, সিইউজের সহসভাপতি অনিন্দ্য টিটো, চট্টগ্রাম প্রেস ক্লাবের আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী, প্রচার সম্পাদক রাশেদ মাহমুদ, সিইউজের অর্থ সম্পাদক কাশেম শাহ, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার ফয়সাল, নির্বাহী সদস্য মুহাম্মদ মহরম হোসাইন, দৈনিক আজাদীর ইউনিট প্রধান খোরশেদ আলম, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের ইউনিট প্রধান স ম ইব্রাহিম সহ চট্টগ্রামে কর্মরত সকল গণমাধ্যম কর্মীরা।