প্রেস রিলিজ:
বাংলাদেশের অভ্যুদয়ের ৫২তম বার্ষিকীতেও স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্র অব্যাহত রাখায় স্বাধীনতার লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী৷
রোববার (২৬মার্চ) সকালের আলো ফোটার সাথে সাথে মিউনিসিপ্যাল স্কুলমাঠে অস্থায়ী শহীদ মিনারে জাতির বীর সন্তানদের ফুলেল শ্রদ্ধা জানান মেয়র।
এরপর টাইগারপাসে চসিক কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন তিনি।
এসময় মেয়র বলেন, ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে ‘স্বাধীন’ ঘোষণা করে দেশবাসীর উদ্দেশে তারবার্তা পাঠিয়ে যান যা ইপিআরের ওয়্যারলেস বার্তায় প্রচারিত হয়। জাতির পিতার ডাকে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। তবে এখনো একাত্তরের পরাজিত শক্তি নানা ষড়যন্ত্র করছে। এদের প্রতিহত করতে আমাদের বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াই চালিয়ে যেতে হবে।
এসময় মেয়রের সাথে ফুলেল শ্রদ্ধা জানান প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সমাজকল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর আবদুস সালাম মাসুম, হাসান মুরাদ বিপ্লব, আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম,স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপ-সচিব আশেক রসুল চৌধুরী (টিপু), উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, বিপ্লব দাশ, নির্বাহী প্রকৌশলী মীর্জা ফজলুল কাদের, রেজাউল বারী ভূইয়া, শাহিনুল ইসলাম, ফরহাদুল আলম, রিফাতুল করিম, চসিকের বিভাগীয় ও শাখাপ্রধানগণ, চসিক সিবিএ নেতৃবৃন্দসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।