নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরীর বায়েজিদে পুলিশের তালিকাভুক্ত দুই শীর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ। আসামিদের দুজনই ৮ করে মোট ১৬ মামলার আসামি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যায় অক্সিজেন শীতল ঝর্ণা আবাসিক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি পাইপ গান, চার রাউন্ড কার্তুজ, ২টি টিপ ছুরি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা ২ শীর্ষ ছিনতাইকারী হলো- অক্সিজেন বেপারিপাড়া মুন্নি কমিশনারের গলির ইসমাঈল লেদুর ছেলে মো. ইদ্রিস আলী অভি (২২) ও তার অপর সহযোগী একই এলাকার মো. আব্দুল মালেক সওদাগরের ছেলে জাহিদ হাসান মুরাদ (২৩)।
বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজহারুল ইসলাম জানান, ছিনতাই প্রস্তুতির গোপন খবর পেয়ে বায়েজিদ শীতল ঝর্না আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ঘটনাস্থাল থেকে দুই আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে এক নম্বর আসামি ইদ্রিস আলম অভির সাথে থাকা শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি পাইপ গান, চার রাউন্ড কার্তুজ, কোমরে গুজানো অবস্থায় একটি টিপছোড়া উদ্ধার করা হয়। পরে অভির সহযোগী জাহিদকে তল্লাশি করা হলে তার কাছেও একটি টিপ ছোড়া পাওয়া যায়।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, অভি ও জাহিদের ছিনতাই চক্রের একটি গ্রুপ রয়েছে। ছিনতাই কাজে তারা রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ব্যবহার করে। কোন নির্জন স্থানে উঁৎপেতে থেকে টার্গেটকৃত ব্যক্তিকে আক্রমন করে। দুজনের বিরুদ্ধে ৮টি করে ১৬টি মামলা রয়েছে।