নগর প্রতিবেদক :
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচনে মিষ্টি কুমড়া প্রতীকে ৭৮৯ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন কারাবন্দি যুবলীগ নেতা নুর মোস্তাফা টিনু।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবদুর রউফ ব্যাডমিন্টন র্যাকেট প্রতীকে পেয়েছেন ৭৭৩ ভোট।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন নিজ কার্যালয়ে এ ফল ঘোষণা করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ওয়ার্ডের মোট ১৫ কেন্দ্রে এবার ইভিএম পদ্ধতিতে ভোট হয়। এ নির্বাচনে ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ৩২ হাজার ৪১ জনের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ৬ হাজার ৯৩২ জন। শতকরা হিসেবে যা মোট ভোটারের ২১ দশমিক ৬৩ শতাংশ।
মো. জাহাঙ্গীর হোসেন বলেন, চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি। নির্বাচন সুষ্ঠু করতে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছিল।
এর আগে গত ১৮ মার্চ ওয়ার্ডের কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু মারা যান। এতে কাউন্সিলর পদ শূন্য হলে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, গত ২০ জুন অস্ত্র মামলায় চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করেন নুর মোস্তাফা টিনু। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।