নাচ-গান-মডেলিংয়ে চট্টগ্রামে নারী দিবস উদযাপন

চট্টলা ডেস্ক : গান, নাচ, মডেলিং এবং দেশসেরা মডেল এবং অভিনেত্রীদের সাথে নিয়ে নারী দিবস উদযাপন করেছে ফেসবুক ভিত্তিক গ্রুপ গার্লস প্রায়োরিটি ও টিএসবি কমিউনিকেশন। সোমবার চট্টগ্রামের কাজীর দেউড়ি শিশু পার্কে দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে নারী দিবস উদযাপন করা হয়।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল এবং জান্নাতুল নাঈম এভ্রিল। এছাড়া আরো উপস্থিত ছিলেন নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, চিটাগং উইম্যান চেম্বার অব কমার্সের পরিচালক শাহেলা আবেদীনসহ চট্টগ্রামের ছোট বড় নারী উদ্যোক্তারা।

অনুষ্ঠানে হাসিনা মহিউদ্দিন বলেন, বর্তমান সরকার নারীবান্ধব সরকার। তাই নারীদের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না।

অনুষ্ঠানের অন্যতম আয়োজক গার্লস প্রায়োরিটি গ্রুপের এডমিন তাসনুভা আনোয়ার বলেন, নারী দিবসে এটি তাদের ৫ম অনুষ্ঠান। নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে ভবিষ্যতেও এ ধরণের অনুষ্ঠানের আয়োজন করবেন তারা।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন চট্টগ্রামের উদীয়মান সঙ্গীত শিল্পী রূপা রোজারিন। এছাড়া হিপ হপ নাচের মাধ্যমে দর্শকরা উপভোগ করেন একটি সুন্দর সন্ধ্যা।