হাটহাজারী প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যে সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী হাটহাজারী কেন্দ্রে নিবন্ধন করেও এসএমএস না আসায় টিকা দিতে পারছে না তারা আগামী মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে টিকা দিতে পারবে।
রোববার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। এক্ষেত্রে শুধুমাত্র প্রথম ডোজ টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে প্রথম ডোজ টিকা দেয়ার ব্যবস্থা করেছি। যারা হাটহাজারী কেন্দ্রে নিবন্ধন করেছেন কিন্তু এসএমএস না আসায় টিকা পাচ্ছে না, তারা শুধুমাত্র ২৮ সেপ্টেম্বর চবি মেডিকেলে টিকা দিতে পারবে।
তিনি আরও বলেন, এখানে অন্তত ১ হাজার ডোজ টিকার ব্যবস্থা করা হবে। সকাল সাড়ে ৯টা থেকে টিকা কার্যক্রম শুরু হবে।