চট্টলা ডেস্ক :
মেট্রো রেলের পরীক্ষামূলক সম্প্রচার শুরু করলো সংস্থাটির কর্তৃপক্ষ। শুক্রবার ২৭ আগষ্ট রাজধানী উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুরের পল্লবী স্টেশন পর্যন্ত চলাচল করেছে মেট্রোরেল ট্রেন। পরীক্ষামূলক এই চলাচলে কোনো ধরনের সমস্যা হয়নি বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক।
জানা গেছে, শুক্রবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত নগরীর দিয়াবাড়ি থেকে পল্লবী ডিপো স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল করে। এসময় বিভিন্ন স্টেশনে থেমে যান্ত্রিক পরীক্ষাও করা হয়।
প্রকল্প পরিচালক জানান, রাজধানীতে নির্মিত উড়াল রেলপথে দেশের স্বাভাবিক নিয়মের ট্রায়াল হিসেবে প্রথম মেট্রোরেল চলাচল শুরু করবে আগামী রোববার। এদিন সকাল ১০টায় উত্তরা থেকে মিরপুরের পল্লবী স্টেশন পর্যন্ত লাইনে এই ট্রেন পরিচালনা করা হবে। শুক্রবার পূর্ব প্রস্তুতি হিসেবে পরীক্ষামূলক মেট্রোরেল চালানো হয়েছে। তবে রোববার এই ট্রেন চললেও যাত্রী নেয়া হবে না।
আগামী বছর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রোরেলের বাণিজ্যিক যাত্রা শুরু হতে পারে।