নগর প্রতিবেদক :
অনুমোদন না নিয়েই খাবার পানি বিক্রি ও বিতরণ করায় নগরের পাহাড়তলী ও হালিশহর এলাকার চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বুধবার (১৫ সেপ্টেম্বর) নগরের হালিশহর ও পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে এই মামলা দায়ের করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (সিএম) প্রকৌশলী কান্ত দাস, ফিল্ড অফিসার (সিএম) মো. আশিকুজ্জামান ও পরিদর্শক (ম্যাট) প্রকৌশলী মো. জিল্লুর রহমান।
বিএসটিআইয়ের প্রকৌশলী (মেট) মো জিল্লুর রহমান বলেন, ‘অনুমোদন না নিয়ে খাবার পানি বিক্রি ও বিতরণ করছিল এই চার প্রতিষ্ঠান। ম্যাজিস্ট্রেট না থাকায় তাদেরকে জরিমানা করা সম্ভব হয়নি। তাই বিএসটিআই আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’ জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ সময় বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে খাবার পানি বিক্রি ও বিতরণ করায় নগরের পাহাড়তলী এলাকার আব্দুল্লাহ ফুড এন্ড বেভারেজ ও মেসার্স মালেক এন্টারপ্রাইজ এবং হালিশহর বি-ব্লকে পিয়াস এন্টারপ্রাইজ ও ন্যাশনাল ফ্যামিলি ওয়াটার সাপ্লাই নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়।