ফটিকছড়ি প্রতিনিধি :
ফটিকছড়িতে শাহীন মনি নামের এক তিন বছরের শিশু সৎ মায়ের নির্যাতনের
শিকার হওয়ার ঘটনা ঘটেছে। ওই শিশুর শরীরে গরম খুন্তির ছ্যাকা দিয়ে পুরো শরীর ক্ষত-বিক্ষত করে দিয়েছে সৎ মা।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া আবদুর রহমান টেন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত ওই শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তির পরামর্শ দিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা।
রোববার রাতে আহত শিশুর বাবা মো. করিম বাদী হয়ে মামলা করলে পুলিশ সৎ মা নিগার সুলতানা বৃষ্টিকে গ্রেপ্তার করেছে।
স্থানীয়রা জানিয়েছে, শাহীন মনিকে তার সৎ মা নিগার সুলতানা বৃষ্টি (২৪) গরম খুন্তিতে ছ্যাঁকা দেয়ার ওর তালাবদ্ধ ঘরে বেঁধে রাখে যাতে স্থানীয়রা জানতে না পারে।
রোববার সন্ধ্যায় শাহীন মনি ঘর থেকে বের হলে স্থানীয়রা আহত অবস্থায় দেখে স্থানীয় কাউন্সিলর রফিকুল আলমকে জানালে তিনি ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেন। পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনার সত্যতা শিকার করে কাউন্সিলর রফিকুল আলম বলেন, খবরটা পেয়ে পুলিশকে জানিয়েছি। পরে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে গেছে। সেই সাথে শিশুটির চিকিৎসার ব্যয়ভার তিনি নিয়েছেন বলেও জানান কাউন্সিলর রফিকুল আলম।