আবদুল কাইয়ুমঃ “যদি পায় নবপ্রজন্ম নীতি-মূল্যবোধ ও সংস্কৃতির শিক্ষা
জাতি হারাবে না দিশা। সমাজ পাবে সুরক্ষা” এই স্লোগানকে ধারণ করে মহেশখালীর সাড়া জাগানো অন্যতম বুদ্ধিবৃত্তিক সামাজিক সংগঠন ‘উপকূলের মানচিত্র’ ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেছে।
উক্ত কমিটিতে কক্সবাজার ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র সৈকত উদ্দিন পুষ্পকে সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের
ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মেধাবী মুখ অহিদুল ইসলাম খোকাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) তাদের উপকূলের মানচিত্র সংগঠনের পেইজে প্রধান উপদেষ্টা এবং সহকারী প্রধান উপদেষ্টার স্বাক্ষর সম্বলিত এক বিজ্ঞপ্তিতে উক্ত তথ্য জানানো হয়েছে।
এতে সভাপতি এবং সাধারণ সম্পাদক ছাড়াও নিম্নোক্ত সামাজিক নেতৃবৃন্দ মনোনীত হয়েছেন।
সহ-সভাপতিঃ আবু হানিফ নোমান, যুগ্ন সাধারণ সম্পাদকঃ ইনজামামুল হক, অর্থ সম্পাদকঃ মামুনুল হক ছোটন, সাংগঠনিক সম্পাদকঃ ফাহিম রায়হান হীরাসহ সভাপতি এবং সম্পাদকের সম্মতিতে অন্যান্য পদে নির্বাচিত করা হয়।