কর্ণফুলী প্রতিবেদক:
চট্টগ্রামের কর্ণফুলীতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় হোসনে আরা বেগম (৪৫) ও তাঁর ছেলে মোহাম্মদ পারভেজ ( ৩১) নামে দুই জন নিহত হন হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরো ২ জন।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার শিকলবাহা ২ নম্বর ওয়ার্ড মাস্টার হাট এলাকায় ব্লকপাড় ইসমত হাজীর বাড়িতে এ ঘটনা ঘটেছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিকলবাহা ইউনিয়নের শিকলবাহা ২ নম্বর ওয়ার্ড মাস্টার পাড়ায় ব্লকপাড় এলাকার ইসমত হাজীর বাড়িতে তৈয়ব আহমেদ ও মোহাম্মদ আলী পরিবারের সঙ্গে চলাচলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যার দিকে এ নিয়ে দুই পরিবারের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে মোহাম্মদ আলীর পরিবারের লোকজন ধারালো দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ তৈয়বের পরিবারের লোকজনের ওপর চড়াও হন। এতে এলোপাতাড়ি কুপিয়ে তৈয়বের স্ত্রী হোসনে আরা বেগম (৪৫) ও তাঁর সন্তান মোহাম্মদ পারভেজ (৩১) গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত হন একই পরিবারের মোহাম্মদ আরজু (২২) ও মোহাম্মদ সিফাত (১৫) নামে আরও দুজন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা-ছেলেকে মৃত ঘোষণা করেন। আহত বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ গণমাধ্যমে জানান , মারামারির ঘটনায় দুজন নিহত হয়েছে। তাদের লাশ চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ মুহূর্তে পুলিশ ঘটনাস্থলে আছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে, আরো বিস্তারিত পরে জানানো হবে।