চট্টগ্রাম নির্বাচন কর্মকর্তা পেটালেন কর্মচারীকে

চট্টলা ডেস্ক : পাঁচলাইশ নির্বাচন অফিসের এক অফিস সহায়ককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন অফিসারের বিরুদ্ধে। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস ভবনে বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

তবে অভিযুক্ত কর্মকর্তা মো. আতাউর রহমানের দাবি, অফিস সহায়ক রক্তিম বড়ুয়াকে আমি মারিনি। বকাঝকা করেছি কেবল। অফিসের শৃঙ্খলা ফেরানোর জন্যই একটু কঠোর হতে হয়েছে।’

প্রত্যক্ষদর্শী এক কর্মচারী জানান, আঞ্চলিক নির্বাচন অফিস ভবনের নিচতলায় পাঁচলাইশ নির্বাচন অফিসে এসে রক্তিম বড়ুয়াকে খোঁজ করেছিলেন জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান। প্রথমবার না পেয়ে কিছুক্ষণ পর তিনি আবার আসেন। কিন্তু না পেয়ে বেরিয়ে যান তিনি।

ফেরার পথেই এবার রক্তিমের সঙ্গে আতাউর রহমানের দেখা হয়। ক্ষুব্ধ ওই কর্মকর্তা জানতে চান, রক্তিম কোথায় গিয়েছিলেন। জবাবে ওই কর্মচারী ওয়াশরুম থেকে ফিরছেন বলতেই চড়-থাপ্পড় মারতে শুরু করেন আতাউর।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নির্বাচন অফিসের কর্মচারীদের মধ্যে। এটা ঠিক হয়নি জানিয়ে পাঁচলাইশ থানা নির্বাচন কর্মকর্তা রকর চাকমা বলেন, ‘রক্তিম অন্যায় করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু তাকে লাঞ্ছিত করা মোটেও ঠিক হয়নি।’