চট্টলা ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) করোনা ভ্যাকসিন প্রদান কমিটির চাহিদার প্রেক্ষিতে নতুন করে আরও ৯০ হাজার ডোজ (৯ হাজার ভায়াল) টিকা এসেছে চট্টগ্রামে। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এসব টিকা রোববার রাতে চট্টগ্রামে পৌঁছে। সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে এগুলো রাখা হয়েছে।
সিটি কর্পোরেশন এলাকায় প্রথম দফায় বরাদ্দপ্রাপ্ত টিকার তুলনায় নিবন্ধনকারীর সংখ্যা বেশি হওয়ায় জরুরি ভিত্তিতে ১ লাখ ডোজ টিকার চাহিদা পাঠানো হয় স্বাস্থ্য অধিদপ্তরে। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সর্বশেষ পাওয়া ২০ লাখ ডোজ টিকা থেকে চট্টগ্রামে এলো ৯০ হাজার ডোজ।
প্রথম দফায় চট্টগ্রাম সিটি এলাকায় ১ লাখ ৫৪ হাজার ৯০৫ ডোজ টিকা বরাদ্দ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। দ্বিতীয়বার পাওয়া ৯০ হাজার ডোজসহ এ পর্যন্ত প্রাপ্ত টিকার সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪৪ হাজার ৯০৫ ডোজ। তবে পুরো চট্টগ্রাম জেলার জন্য ৩১ জানুয়ারি প্রথম ধাপেই এসেছিল ৪ লাখ ৫৬ হাজার ডোজ টিকা।
অন্যদিকে রোববার পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ১৮৬ ডোজ টিকা দেওয়া হয়েছে সিটি এলাকায়। যদিও টিকা নিতে নিবন্ধন সম্পন্ন করেছেন মহানগরের ২ লাখ ১৩ হাজার ৯৩০ জন।
চট্টগ্রামে এলো আরো ৯০ হাজার ডোজ করোনা টিকা
প্রকাশ : ১ মার্চ, ২০২১ ৬:১২ : পূর্বাহ্ণ |
বিভাগ : বৃহত্তর চট্টগ্রাম জেলা