আনোয়ারা প্রতিনিধি :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সৈকতের পশ্চিম পাশে ১টি মৃত ডলফিন ভেসে এসেছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে জোয়ারের পানি নামার পর স্থানীয় এবং পর্যটকরা এটি দেখতে পান।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলছেন, ‘পারকি সৈকতে ভেসে আসা ডলফিনটি বিপন্ন জাতের ‘ইরাবতি ডলফিন’ নামে পরিচিত। এ ডলফিনগুলো কেউ শিকার করছে কিনা তা পর্যবেক্ষণ করে দেখতে হবে। এভাবে ডলফিন মারা পড়লে আমাদের পরিবেশও হুমকির মুখে পড়ে যাবে।’
জানা গেছে, জোয়ারের পানিতে ভেসে আসা মৃত ডলফিনটি প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা আর প্রস্থে দুই ফুটের বেশি। এছাড়া ওই ডলফিনের শরীরের বিভিন্ন স্থানে রক্ত ঝরছিল।