রাঙ্গুনিয়ায় ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষে নিহত এক

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার প্রধান সড়কে ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই রতন দাশ (৫০) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (৪অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কাপ্তাই রাস্তার শেখ রাসেল অ্যাভিয়ারী অ্যান্ড ইকোপার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশার চালকসহ আরও ৩ জন আহত হয়।

নিহত রতন দাশ রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের চৌধুরী গোট্টা এলাকার সুধীর দাশের ছেলে। আহত ৩ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত রতন দাশ উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের চৌধুরী গোট্টা এলাকার সুধীর দাশের ছেলে। আহতদের এখনো পরিচয় পাওয়া যায়নি। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি চলছে। এছাড়া ঘাতক ট্রাক ও সিএনজিটি আটক করা হয়েছে।’এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের টিম লিডার মো. জাহেদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়া আরও তিন জনকে আহত অবস্থায় পাওয়া যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় এবং মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রতন দাশ একজন মাছ ব্যবসায়ী ছিলেন। প্রতিদিনের ন্যায় আজ সকালেও তিনি মাছ নিয়ে কাপ্তাই ফিশারী থেকে সিএনজিযোগে মরিয়মনগর চৌমুহনীর উদ্দেশ্যে আসছিলেন। এ সময় ইকোপার্ক এলাকায় চট্টগ্রাম থেকে কাপ্তাইগামী একটি ট্রাকের (চট্টগ্রাম -১১-২৩৩৪) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী রতন দাশ নিহত হয়। সিএনজি চালকসহ আহত হন ৩ জন।