দ্বিতীয় ধাপে চট্টগ্রাম জেলায় নৌকা প্রতীক পেলেন যারা

চট্টলা ডেস্ক :

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে চট্টগ্রাম জেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

গত (১২ অক্টোবর) মঙ্গলবার, বিকেল ৪টায় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে চট্টগ্রাম বিভাগের জেলা-উপজেলাসমূহের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের তালিকা সমূহ : –চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নে এইচ.এম. তাজুল ইসলাম নিজামী, বারৈয়াঢালায় মো. রেহান উদ্দিন, মুরাদপুরে এস এম রেজাউল করিম, বাড়বকুণ্ডে ছাদাকাত উল্যাহ, বাঁশবাড়ীয়ায় মো. শওকত আলী, কুমিরায় মোহাম্মদ মোরশেদ হোসেন চৌধুরী, সোনাইছড়িতে মনির আহমদ, ভাটিয়ারিতে মো. নাজীম উদ্দিন ও সলিমপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. সালাউদ্দীন আজীজ।

মিরসরাই উপজেলার করেরহাটে মো. এনায়েত হোসেন, হিঙ্গুলিতে সোনা মিয়া, জোরারগঞ্জে মোহাম্মদ রেজাউল করিম, ধুমে আবুল খায়ের মো. জাহাঙ্গীর, ওসমানপুরে মো. মফিজুল হক, কাটাছড়ায় রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, দূর্গাপুরে এস এম আবু সুফিয়ান, মিরসরাইয়ে মো. শামছুল আলম, মিঠানালায় এম এ কাশেম, মঘাদিয়ায় মো. জাহাঙ্গীর হোসাইন, খৈয়াছড়ায় মাহফুজুল হক, মায়ানীতে কবির আহম্মদ নিজামী, ওয়াহেদপুরে মোহাম্মদ ফজলুল কবির, সাহেরখালীতে মোহাম্মদ কামরুল হায়দার চৌধুরী, হাইতকান্দিতে জাহাঙ্গীর কবির চৌ. ও ইছাখালী ইউনিয়নে মো. নুরুল মোস্তফা মনোনয়ন পান।

ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নে মো. রুস্তম আলী, দাঁতমারায় মো. জানে আলম, নারায়নহাটে মো. হারুন রশিদ, হারুয়ালছড়িতে জুলফিকার আলী, পাইন্দংয়ে শাহ আলম সিকদার, কাঞ্চননগরে মোহা. দিদারুল আলম, সুন্দরপুরে মোহা. শাহনেওয়াজ, লেলাংয়ে সরোয়ার উদ্দীন, রোসাংগিরীতে সোয়েব আল ছালেহীন, বক্তপুরে মো. সোলায়মান, জাফতনগরে আবদুল হালিম, ধর্মপুরে কাজী মাহমুদুল হক, আবদুল্লাহপুরে মুহাম্মদ অহিদুল আলম ও সমিতির হাটে মো. হারুন অর রশীদ ইমন মনোনয়ন পেয়েছেন।