

নোয়াখালী প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই ও বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার নাম উপর দাপট দেখিয়ে তার ভাগ্নের ফখরুল ইসলাম রাহাতের মালিকানাধীন মার্কেট ভাঙার ভয় দেখানোর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় পুলিশকে দেওয়া অভিযোগে কোটি টাকা চাঁদা দাবির কথাও উল্লেখ করা হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) এ ঘটনায় এইচআর সিটি কমপ্লেক্সের মালিক ফখরুল ইসলাম রাহাত জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলামের কাছে লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগের একটি অনুলিপি কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ারকে দেওয়া হয়েছে। ফখরুল ইসলাম রাহাত সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটবোনের ছেলে।
এ বিষয়ে জানতে রাতে বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জার মোবাইল ফোনে কল করেও কথা বলা সম্ভব হয়নি। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, অভিযোগের বিষয়ে তিনি একটি অনুলিপি পেয়েছেন। তিনি আরও জানান, বিষয়টি জমি সংক্রান্ত বিধায় তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
লিখিত অভিযোগে রাহাত উল্লেখ করেন, ১৯৯৯ সালে বসুরহাট পৌরসভা থেকে প্ল্যান অনুমোদন করে এইচ আর সিটি কমপ্লেক্স নামে একটি মার্কেট প্রতিষ্ঠা করেন। মার্কেটে এক্সিম ব্যাংকের একটি শাখা এবং উক্ত ব্যাংকের এটিএম বুথ ও যমুনা ব্যাংকের বুথসহ ৮২টি দোকান রয়েছে। অবৈধ সন্ত্রাসী ও চাঁদাবাজ গোষ্ঠি স্থানীয় বসুরহাট পৌর মেয়র কাদের মির্জার নাম ভাঙিয়ে কোটি টাকা চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে মেয়র মার্কেট ভেঙে ফেলবে মর্মে হুমকি দিয়েছে সন্ত্রাসীরা।
অভিযোগে আরও বলা হয়, সন্ত্রাসী গোষ্ঠিকে বাধা দেওয়ার মতো ক্ষমতা বা সামর্থ নেই। বাধা দিলে আমাকে প্রাণে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় তিনি আইনানুগ আশ্রয় প্রার্থনা করছেন।