নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের চন্দনাইশ থেকে পলোগ্রাউন্ডে জনসভায় যোগ দিতে এসে সদরঘাট এলাকায় অসুস্থ হয়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জহির চন্দনাইশ উপজেলার ৮ নম্বর উত্তর হাশিমপুর ইউনিয়নের মৃত দুলা মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
জনসভায় যোগ দিতে আসার পথে সদরঘাট এলাকার শাহজাহান হোটেলের সামনে অসুস্থ হয়ে পড়েন তিনি।
জানা গেছে, জহিরুল ইসলাম বাচা এলাকায় মেম্বার নামে বেশ পরিচিত ছিলেন। চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ির আউটার স্টেডিয়াম সুইমিংপুলের সঙ্গে লাগোয়া বাগানবিলাস রেস্টুরেন্ট সংলগ্ন একটি নার্সারি পরিচালনা করতেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ নুর উল্লাহ আশেক গণমাধ্যমকে জানান, রোববার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে নগরের সদরঘাট এলাকার একটি হোটেলের সামনে অসুস্থ হয়ে পড়ে গেলে প্রত্যক্ষদর্শীরা তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যান। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।